মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | মায়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা | শুভ জন্মদিন মামনি
![]() |
| মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | মায়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা | শুভ জন্মদিন মামনি |
কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে পৃথিবীর সবথেকে বেশি আপনাকে কে ভালোবাসে? আমি জানি আপনি নির্দ্বধায় আপনার মায়ের কথা বলবেন। কারণ এই পৃথিবীতে মায়ের থেকে বেশি আর কেউ আপনাকে ভালোবাসবেনা। আর তাই আমাদের প্রত্যেকের উচিত মাকে সর্বদা খুশি রাখা। আর আপনি জানেন যে ছোট ছোট ব্যাপার গুলোয় মাকে অনেক অনেক খুশি করতে পারে। যেমন মায়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানানো। আর আপনি সেই মহৎ কাজের জন্যই আমাদের সাইটে এসেছেন মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করতে। আমাদের এই পোস্টে আপনি শুভ জন্মদিন মামনি স্ট্যাটাস পাবেন আপনার আর আপনার মায়ের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভ কামনা রইল।
মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
![]() |
| মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস |
১. নিষ্ঠুর
এই পৃথিবীতে কেউ যদি কোনো
স্বার্থ ছাড়া আমার ভালো
চাই, আপনার জন্য শ্রম
দেয়, আপনাকে নিয়ে ভাবে
তা কেবলই তুমি মা। তোমার
থেকে আপন এই পৃথিবীতে
আর কেউ নাই।
যে যতই বলুক না
কেন সে আপন, হয়তোবা
আপনও কিন্তু তোমার মতো
কখনোই হবেনা মা।
তোমার সন্তান হতে পেরে
সর্বদা গর্ব অনুভব করি। শুভ
জন্মদিন মা। তুমি
সারাজীবন আমাকে এভাবেই ভালোবাসতে
থাকো এটাই প্রার্থনা করি।
২. জন্মের পর থেকে যাকে নিস্কোচে বিশ্বাস করা যায় তিনি হচ্ছেন মা। জন্মের পর থেকে যার মমতা ছাড়া জীবন অচল তিনি হচ্ছেন মা। জন্মের পর থেকে যার স্নেহ ছাড়া জীবন কল্পনাও করতে পারি না তিনি হচ্ছেন মা। জন্মের থেকে যিনি আমার সকল দোষ নিজে কাধে নিয়ে সকল দু:খ কষ্ট সহ্য করে গেছেন তিনি হচ্ছেন মা। জন্মের পর থেকে যিনি নিজের কথা চিন্তা না করে আমার জীবনটাকে কিভাবে সুন্দর করা যায় সেই চিন্তায় মগ্ন তিনি হচ্ছেন মা। আর এই মমতাময়ী, ত্যাগী মানুষের জন্মদিনে তাকে জানায় জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন মা।
৩. পৃথিবীর একমাত্র মানুষ হচ্ছে মা, যিনি সন্তানকে শাসন করার পর নিজেই সন্তানের বেশি কষ্ট পান। পৃথিবীর একমাত্র মানুষ যিনি সন্তানের খুশিতে সবচেয়ে বেশি আনন্দ পান তিনি হচ্ছেন মা। আর সেই মায়ের জন্মদিনে তাকে জানায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন মা।
৪. প্রিয় মা, তোমার জন্মদিন আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। তুমি ছাড়া আমার জীবনের একটা ধাপও আমি কল্পনাও করতে পারিনা। তুমি আমার জীবনের শিক্ষাগুরু, তুমি আমার জীবনের পথপ্রদর্শক, তুমি আমার সফলতার অনুপ্রেরণা, তুমি সেই মানুষ যে শত ব্যার্থতার পরেও আমার মনে নিরন্তর সাহস যুগিয়েছো। আজকে তোমার জন্মদিনে একটাই প্রার্থণা করি, মা তুমি সারা জীবন এইভাবে আমার পাশে থাকো। শুভ জন্মদিন মা।
মায়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা
৫. শুভ জন্মদিন মা। তুমি আমাকে আশীর্বাদ কর মা আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। তোমার যোগ্য সন্তান হতে পারি। তোমার জন্য নিজের সবটুকু উজার করে দিতে পারি। শুভ জন্মদিন মা
৬. শুভ জন্মদিন মা। আমি তোমার সন্তান হতে পেরে ধন্য। তুমি সকল দু:খ কষ্ট সহ্য করে আমার সফলতার পথকে মসৃণ করতে প্রাণপণ চেষ্টা করে গেছ আজীবন। নিজের দু:খ পেলেও কখনো আমাদেরকে দু:খকে স্পর্শ করতে দাওনি। কিন্তু সুখের সময় সুখের ভাগীদার বানিয়েছো সবচেয়ে বেশি আমাকে। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা। তোমাকে ছাড়া এ জীবন কল্পনাও করতে পারিনা। শুভ জন্মদিন মা।
৭. মা তুমি আমার জীবনে রঙধনুর সাত রঙের মতো। যখন আমাকে ভালোবাসা দেবার প্রয়োজন তখন ভালোবাসা দিয়েছো ,যখন শাসনের প্রয়োজন তখন শাসন করেছো। কিন্তু দিনশেষে তোমার লক্ষ্য কিন্তু একটাই ছিল আমার জীবনের পথকে মসৃণ করা। আমি সত্যিই সৃষ্টিকর্তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে তোমার মতো একজন মা পেয়েছি। আমি সত্যি অনেক ধন্য। শুভ জন্মদিন মা।
শুভ জন্মদিন মামনি
৮. শুভ জন্মদিন মা। তুমিই বলো তোমার জন্মদিন আমি কি করে ভুলে যায়? যে মায়ের জন্য আজ আমি পৃথিবীর আলো দেখছি তার জন্মদিন কি ভোলা সম্ভব? তুমি না থাকলে তো আমি পৃথিবীর আলোয় দেখতাম না! তুমি নিজের সকল সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাকে সুখী দেখার জন্য এমন কোন অসাধ্য নেই যেটা তুমি সাধন করতে পারোনা। এইজন্যই তুমি আমার কাছে পৃথিবীর সেরা মা। তোমার কোলে মাথা রেখে ঘুমালে যেন মনে হয় কোন স্বর্গ রাজ্যে অবস্থান করছি। আর তোমার রান্না তো অমৃত। যাইহোক অনেক প্রসংশা করলাম। আজকের খাবার মেনুতে প্রিয় খাবার গুলো চাই কিন্তু। শুভ জন্মদিন মা।
৯. তুমি সেই মানুষ যার কাছে বিনা বাধায় যেকোনো আবদার অনায়াসে করতে পারি। তুমি সেই মানুষ যার হাতের রান্না না খেলে পেট ভরেনা। তুমি সেই মানুষ যার কথা না শুনলে দিন ভালো যায়না। তুমি সেই মানুষ যে পাশে না থাকলে আমার কোনো মূল্যই থাকতোনা। তুমি সেই মানূষ যে আমাকে সকল বিপদ থেকে আগলে রেখেছে। আর আজকে সেই মানুষটার জন্মদিনে তাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন মা।
১০. শুভ জন্মদিন মা। আজকে তোমার জীবনের আরো একটি বছর দেখতে দেখতে পূর্ণ হইয়ে গেল। এই পৃথিবীতে তোমাকে মা হিসেবে পেয়েছি এটাই আমার জিবনের শ্রেষ্ঠ উপহার। আশা করি সারা জীবন তুমি তোমার জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে আমাকে আগলে রাখবে। শুভ জন্মদিন মা।
আজকের সম্পূর্ণ পোস্টে আমরা মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | মায়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা | শুভ জন্মদিন মামনি সংগ্রহ করার চেষ্টা করেছি।আশা করি আপনারা আপনাদের মায়ের জন্মদিনের জন্য এই পোস্টগুলো দিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন।




No comments:
Post a Comment